Monday, August 9, 2021

বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন ফরিদপুরের তরুণ প্রজন্ম।

 বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন ফরিদপুরের তরুণ প্রজন্ম।

প্রিয় ফরিদপুরের তারুণ্যের শক্তিকে আহবান জানাচ্ছি।

ঘরে বসেই নিজের দেশ ও জেলাকে বিশ্বের দরবারে চিনিয়ে দেওয়ার সুযোগ এসেছে ফরিদপুরের তরুণদের হাতে।


পৃথিবীর সবচাইতে বড় অনলাইন সভার আয়োজন করা হয়েছে।

বারো ঘন্টার জুম মিটিং সেশনে যেকোন মুহূর্তে ১ হাজার আর মোট ১০ হাজার অংশগ্রহণকারী নিয়ে বিশ্বরেকর্ড করে দেখাবে বাংলাদেশ 🇧🇩


অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আন্তর্জাতিক সার্টিফিকেট, বিভিন্ন সেগমেন্টে পুরষ্কারসহ আরো নানা কিছু।


আমরা চাই দেশের এমন অর্জনে ফরিদপুরের নামটি বিশেষভাবে সমুজ্জ্বল থাকুক। আর তা হবে যদি সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী হয় আমাদের ফরিদপুর থেকে!

আমরা সবাই নিজে রেজিস্ট্রেশন করবো, আশেপাশের সবাইকে রেজিস্ট্রেশন করাবো, এই খবরটা চারিদিকে ছড়িয়ে দিবো। কি, নিজের জেলা আর দেশের জন্য এতটুকু কি সবাই করবো না?

নিচের লিংকে দেওয়া গুগল ফরম সবাই পূরণ করবো। (জেলার স্থানে অবশ্যই "Faridpur" লিখবেন)

ফরম পূরণ করে কমেন্ট সেকশনে "Done" লিখে, আপনার বন্ধুদের মেনশন করে পোস্টটি শেয়ার করুন।

আশা করি সকলে মিলে আমাদের দেশের বিপুল জনগণ যে বোঝা নয় বরং সম্পদ তা আমরা দেখিয়ে দিতে পারবো!


সময়: ১২ই আগস্ট, সকাল ৯টা

রেজিস্ট্রেশন ডেডলাইন: ১০ই আগস্ট, রাত ১১:৫৯

রেজি. লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8f7ckkCJaSA8D2ineIQvv6u8wudgBpU0KJUA6XXrB3XtTLQ/viewform?usp=sf_link


"Rise Of An Empire”

গ্লোবাল ল' থিংকার্স সোসাইটি (জিএলটিএস) একটি বিশ্ব রেকর্ড ধারী দাতব্য সংস্থা। জিএলটিএস কর্তৃক United Nations Youth Day 2021 উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে 'Rise Of An Empire”

আয়োজক দেশ "We The Bangladesh". বর্তমানে

106 টি দেশের সাথে যুক্ত আছে।


সৃজনশীল ক্রিয়াকলাপ এবং দক্ষতা ভিত্তিক নেতৃত্বের সাথে বহু-সক্রিয় যুবকদের নিয়ে আসার জন্য, আমরা "Rise Of An Empire" উপস্থাপনের লক্ষ্য নিয়েছি। যেখানে বাংলাদেশের তরুণরা তাদের ধারণা, চিন্তা এবং সৃজনশীল কাজগুলো শেয়ার করবে। আমরা বিশ্বের সামনে অত্যন্ত নিখুঁতভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই।তুলে ধরতে চাই বাংলাদেশের পতাকা! 🇧🇩🇧🇩


▪️ হোস্টকান্ট্রি  "বাংলাদেশ"

▪️ জুমে একসাথে ১০০০জন অংশগ্রহণকারী

▪️১০০০০ নিবন্ধিত অংশগ্রহণকারী

▪️১০০+ জাতীয় এবং আন্তর্জাতিক স্পিকার

▪️ ১২ ঘন্টার টানা প্রোগ্রাম

▪️ মোট ১৩টি সেগমেন্ট এবং ৮টি সেশন


অন্যান্য

✅অংশগ্রহণমূলক সার্টিফিকেট

✅পুরস্কার

✅প্রশিক্ষণ

✅বিতর্ক

✅আলোচনা

✅প্রেজেন্টেশন 

✅সাংস্কৃতিক অনুষ্ঠান


#GLTS

#Bangladesh

#RiseOfAnEmpire

#YouthOfFaridpur

#UNYouthDay2021

#GlobalLawThinkerSociety

#TogetherBuildBetterWorldhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8f7ckkCJaSA8D2ineIQvv6u8wudgBpU0KJUA6XXrB3XtTLQ/viewform?usp=sf_link&fbclid=IwAR0OA6X9DPshdxBJzqJyF5JDop9ClBKjn8hE2WeX4OEh3IPeOMVbKSZbRfs

No comments:

Post a Comment

ALBUM

Welcome, mirrafin Find important messages, tips, and links to helpful resources here: Fiverr.com

https://www.fiverr.com   earn the money online today Welcome, mirrafin Find important messages, tips, and links to helpful resources here: